যশোরে বিশেষ অভিযানে আটক ৫১
যশোর সংবাদদাতা : যশোরের বিভিন্ন উপজেলায় পুলিশ বুধবার ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীসহ ৫১ জনকে আটক করেছে।
যশোর পুলিশের মুখপাত্র সদর সার্কেলের এএসপি রেশমা শারমিন জানান, ভোররাতে বিশেষ অভিযানে যশোর কোতোয়ালি থানা এলাকা থেকে একজন, শার্শা থানা এলাকা থেকে একজন ও ঝিকরগাছা থানা এলাকা থেকে একজনসহ তিন বিএনপি কর্মী এবং কেশবপুর থানা এলাকা থেকে জামায়াতের তিন কর্মীকে আটক করা হয়।
এছাড়া বিশেষ অভিযানে যশোর সদরসহ বিভিন্ন থানা এলাকা থেকে ৪৫ জনকে আটক করে পুলিশ।
(দ্য রিপোর্ট/ জেএম/ এমডি/ শাহ/ডিসেম্বর ২৫, ২০১৩)