রামপুরায় প্রবীণ ফটো সাংবাদিক আফতাব খুন
দ্য রিপোর্ট প্রতিবেদক : একুশে পদকপ্রাপ্ত প্রবীণ ফটো সাংবাদিক আফতাব আহমেদ বুধবার ভোরে রামপুরার নিজ বাসায় খুন হয়েছেন।
রামপুরা থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, রামপুরা ওয়াপদা রোডের ৬৩ নম্বর বাসায় খুন হয়েছেন আফতাব আহমেদ।
ওসি আরও জানান, আফতাব আহমেদ তার বাসায় একাই থাকতেন। তার জামাই থানায় খবর দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- আফতাব আহমেদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আফতাব আহমেদ দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকে ফটো সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। ২০০৬ সালে তিনি একুশে পদক পান।
ঘটনাস্থলে উপস্থিত ডিএমপির অতিরিক্ত কমিশনার মারুফ আহসান বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকালের মধ্যে যেকোনো সময় আফতাব আহমেদকে হত্যা করা হয়েছে। নিহতের হাত বাধা, গলায় চাদর পেচানো ছিল। শ্বাসরোধে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, আফতাব আহমেদের শেষ কথা হয়েছে গাড়ির চালক হুমায়ুন কবির ও এক রাজমিস্ত্রির সঙ্গে। তবে চালক ও রাজমিস্ত্রিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হুমায়ুন কবিরের বাড়ি বরিশালে। রাজমিস্ত্রির নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
ওই বিল্ডিংয়ের ভাড়াটিয়া আসাদ দ্য রিপোর্টকে জানান, আফতাব আহমেদ বাসায় একা থাকতেন। তার দুই সন্তান আফরোজা আহমেদ বর্না ও মনোয়ার হোসেন সাগর। বর্না গাজীপুরে শ্বশুরবাড়িতে থাকেন। আর ছেলে সাগর যশোরে থাকেন।
প্রতিদিনের মতো সকাল সাড়ে ৮টা থেকে ৯টার দিকে কাজের বুয়া রহিমা খাতুন বাসায় আসেন। কলিং বেল টিপে দরজায় দাঁড়িয়ে থেকে সাড়া না পেয়ে ধাক্কা দিলে তিনি দেখতে পান দরজা খোলা। ঘরে ঢুকে লাশ দেখে আশপাশের লোকজনকে খবর দেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
(দ্য রিপোর্ট/কেজেএন/এমসি/শাহ/লতিফ/ডিসেম্বর ২৫, ২০১৩)