সীতাকুণ্ডে জামায়াত-শিবিরের ২৩ কর্মী আটক
চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের সীতাকুণ্ডে নাশকতায় জড়িতের অভিযোগে জামায়াত-শিবিরের ২৩ কর্মীকে আটক করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার রাতভর সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোহাম্মদ শহিদুল্লাহ জানান, সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে উপজেলার কুমিরা, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া এলাকায় রাতভর অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২৩ কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।
(দ্য রিপোর্ট/কেএইচ/এনডিএস/শাহ/ডিসেম্বর ২৫,২০১৩)