দ্য রিপোর্ট চট্টগ্রাম : শাপলা চত্বরের সমাবেশ থেকে পিছু হঠার পর পরবর্তী কর্মসূচি নির্ধারণ করতে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় জরুরি বৈঠকে বসেছেন হেফাজতের কেন্দ্রীয় নেতারা।

দুপুর সাড়ে ১২টা থেকে বৈঠক শুরু হয়েছে। মাঝে নামাজের বিরতি দিয়ে চলবে ৩টা পর্যন্ত।

ইতোমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে হেফাজতের দায়িত্বশীল নেতারা বৈঠকে যোগ দিয়েছেন।

হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমেদ শফির প্রেস সচিব মাওলানা মুনির আহমেদ জানান পরবর্তী কর্মসূচি ঠিক করতে হেফাজতের কেন্দ্রীয় নেতারা জরুরি বৈঠক করছেন।

এর আগে মঙ্গলবার রাতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগরের আহ্বায়ক মাওলানা নূর হোসেন কাশেমীর নেতৃত্বে ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল হাটহাজারী মাদ্রাসায় যান। হেফাজতের প্রচার সেলের সদস্য মাওলানা ওয়ালীউল্লাহ আরমান ওইদিন জানিয়েছিলেন, হেফাজতের আমীর আল্লামা আহমদ শফীর সঙ্গে তারা বৈঠক করছেন। বৈঠক থেকে নতুন কর্মসূচি আসতে পারে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/ কেএইচ/ এমডি/লতিফ/ ডিসেম্বর ২৫, ২০১৩)