দ্য রিপোর্ট প্রতিবেদক : বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার বক্তব্য সম্পর্কে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘বেগম জিয়া মার্চ ফর ডেমোক্রেসির ডাক দেননি। তার এ ডাক, মার্চ ফর অটোক্রেসি, মার্চ ফর হিপোক্রেসি।’

কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে বুধবার দুপুরে প্রয়াত জোহরা তাজউদ্দিন আহমদ স্মরণে শোক সভায় এসব কথা বলেন তিনি। আলোচনার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

সাবেক এ রেল মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়াকে তার বক্তব্য পরিশোধিত করতে হবে। কারণ তিনি সংবিধান ও আইনকে সমুন্নত রেখে কথা বলেননি। তিনি বলেছেন পতাকার সঙ্গে লাঠি নিয়ে আসতে। পতাকা থাকে মানুষের বুকে, মাথায়। তিনি লাঠি নিয়ে আসার কথা বলে পতাকার অবমাননা করেছেন।’

পাকিস্তানের বিষয়ে খালেদার মন্তব্যের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, ‘জাতি আশা করেছিল তিনি পাকিস্তানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাবেন। কিন্তু উনি বলেছেন মর্মাহত হওয়ার কথা। কোন জায়গায় যে তিনি মর্মাহত হয়েছেন তা জাতি বুঝতে পারেনি। তার এ কথাতেই বুঝা যায়, তিনি পাকিস্তান প্রেম ভুলতে পারেননি।’

তিনি বলেন, ‘বাংলাদেশের প্রথম প্রধানামন্ত্রী তাজউদ্দিন আহমদ যেমন নিজের কাজের জন্য স্মরণীয় হয়ে থাকবেন তেমনি জোহরা তাজউদ্দিনও তার নিজের কাজের জন্যই স্মরণীয় হয়ে থাকবেন।’

সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, ‘আওয়ামী লীগ এ চরিত্রকে আজীবন মনে রাখবে। পঁচাত্তর পরবর্তী সময়ে প্রতি বিপ্লবীরা যখন ক্ষমতা দখল করে তখনকার সময়ে নেতৃত্ব দিয়ে তিনি নিজেকে স্মরণীয় করে রাখেন।’

শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ওয়ার্ল্ড ইউনিভার্সির উপাচার্য আবদুল মান্নান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্ধার প্রমুখ।

(দ্য রিপোর্ট/বিকে/এনডিএস/লতিফ/ডিসেম্বর ২৫,২০১৩)