খালেদা জিয়ার বাসা ও কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ
দ্য রিপোর্ট প্রতিবেদক : বিরোধী দলের নেতা খালেদা জিয়ার গুলশানের বাসা ও কার্যালয়ের সমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গুলশানে চেয়ারপারসনের বাসার সামনে মঙ্গলবার রাত দেড়টার দিকে অতিরিক্ত পুলিশের উপস্থিতি দেখা যায়। চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামছুদ্দিন দিদার দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেন।
অন্যদিকে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে বুধবার দুপুর ১টা থেকে বাড়তি পুলিশের উপস্থিতি সরেজমিনে লক্ষ্য করেন এ প্রতিবেদক। চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামছুদ্দিন দিদার দ্য রিপোর্টকে বলেন, দুপুরে কার্যালয়ের ভেতরে অবস্থান করছিলেন বিএনপি নেতা শাকিল ওয়াহেদ সুমন। অফিসের সামনে সুমনের রাখা গাড়ির চাবি ড্রাইভারের কাছ থেকে নিয়ে গেছে পুলিশ।
মঙ্গলবার রাতে খালেদা জিয়ার বাসার সামনে পুলিশের উপস্থিতি সম্পর্কে দিদার জানান, গুলশান থানার ইন্সপেক্টর আব্দুস সামাদের নেতৃত্বে ১৭ জন পুলিশ সদস্য খালেদা জিয়ার বাসার সামনের দুই পাশের ব্যারিকেড সংলগ্ন এলাকায় অবস্থান নেয়।
শামছুদ্দিন দিদার এ বিষয়ে কর্তব্যরত ইন্সপেক্টর আব্দুস সামাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে পুলিশ অবস্থান নিয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ২৯ ডিসেম্বর জাতীয় পতাকা হাতে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ নামে ঢাকা অভিমুখে অভিযাত্রা কর্মসূচি ঘোষণা করেন খালেদা জিয়া।
(দ্য রিপোর্ট/এমএইচ/এইচএসএম/রাসেল/ডিসেম্বর ২৫, ২০১৩)