যশোর সংবাদদাতা : যশোরের মনিরামপুর উপজেলায় পেট্রোল বোমা হামলায় মেহের আলী (৭৫) নামে এক বৃদ্ধ ঝলসে গেছেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে বুধবার দুপুরে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

আহত মেহের আলী উপজেলার রাজগঞ্জ মোবারকপুর গ্রামের কানাই মণ্ডলের ছেলে।

মেহের আলীর স্বজনরা জানিয়েছেন, যশোর-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট খান টিপু সুলতানের সমর্থক মেহের আলী। প্রচারণার কাজ শেষে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তিনি বাড়ির সামনে বসেছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে তার শরীর ঝলসে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

অবস্থার অবনতি হওয়ায় বুধবার দুপুর সাড়ে ১২টায় তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে রেফার্ড করেন চিকিৎসকরা।

যশোর মেডিকেল কলেজের চিকিৎসক এম কে আলম জানান, মেহের আলীর মুখমণ্ডলসহ শরীরের অনেক স্থান ঝলসে গেছে। পোড়ার ক্ষত গভীর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

মনিরামপুর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেন জানান, আওয়ামী লীগ সমর্থক মেহের আলীর অগ্নিদগ্ধের খবর শুনেছেন। কিন্তু কীভাবে মেহের আলী অগ্নিদগ্ধ হয়েছেন তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

(দ্য রিপোর্ট/জেএম/এনডিএস/লতিফ/ডিসেম্বর ২৫,২০১৩)