জনগণই আমার সবচেয়ে বড় নিরাপত্তা : অরবিন্দ
দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের রাজধানী নয়া দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘আমার বাড়তি নিরাপত্তার দরকার নেই। জনগণই আমার সবচেয়ে বড় নিরাপত্তা।’
মুখ্যমন্ত্রী হিসেবে পাওয়া বাংলো ও নিরাপত্তা না নেওয়ার ঘোষণা দেওয়ার পর এ কথা জানালেন কেজরিওয়াল।
এছাড়া বুধবার তিনি জানান, আম আদমি পার্টি অন্য কোনো দলের সঙ্গে জোট বাঁধবে না। কংগ্রেস এএপি সরকারকে সমর্থনের বিষয়টি পুনঃবিবেচনা করছে গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের পরিপ্রেক্ষিতে এ কথা জানান কেজরিওয়াল।
তিনি আরো বলেন, ‘আমাদের এজেন্ডাকে সমর্থন করলেই আমাদের সমর্থন করা হবে।’
২৬ ডিসেম্বর নয়া দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন অরবিন্দ।
এদিকে, বুধবার নাম ঘোষণা করা হবে এএপির নতুন মন্ত্রিসভার। মণীষ সিসোদিয়া, সোমনাথ ভারতী, সৌরভ ভরদ্বাজ, রাখি বিড়লা ও জার্নেল সিং মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ পাবেন বলে ধারণা করা হচ্ছে।
এক বছরের কম সময় আগে গঠিত অরবিন্দের আম আদমি পার্টি চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত নয়া দিল্লির বিধানসভা নির্বাচনে ৭০টি আসনের মধ্যে ২৮টি আসন পায়। (সূত্র: এনিডিটিভি)
(দ্য রিপোর্ট/কেএন/এমডি/রাসেল/ডিসেম্বর ২৫, ২০১৩)