দ্য রিপোর্ট প্রতিবেদক : নৌপরিবহন ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বাংলার জনগণ ৫ জানুয়ারির নির্বাচনকে গ্রহণ করেছে। বিএনপি এ নির্বাচন নিয়ে যতই নাটক করার চেষ্টা করুক না কেন কোনো লাভ হবে না।’

জাতীয় প্রেস ক্লাবে বুধবার দুপুরে দৈনিক বঙ্গবাণীর উদ্যোগে পাকিস্তান পার্লামেন্টে নিন্দা প্রস্তাবের প্রতিবাদসহ মহান বিজয় দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

নৌমন্ত্রী বলেন, ‘এক কাদের মোল্লার ফাঁসির মধ্য দিয়ে শেখ হাসিনা জনগণের সামনে বেগম জিয়ার চরিত্র উন্মোচন করে দিয়েছেন।’

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘জামায়াতে ইসলাম দেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছে বেগম জিয়া এর কোনো প্রতিবাদ করেনি। বরং এ নাশকতার দায়ভার আওয়ামী লীগের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন বেগম জিয়া। তার এ কর্ম থেকেই প্রমাণ হয়েছে বিএনপি এখন আর জামায়াতে ইসলামকে নিয়ন্ত্রণ করে না। জামায়াতে ইসলামই বিএনপিকে নিয়ন্ত্রণ করে।’

বিএনপির জন্ম মিথ্যাচারের মধ্য দিয়ে এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘যে দলের জন্ম মিথ্যাচারের মধ্যে দিয়ে সেই দলের কাছে গণতন্ত্রের কথা আসা করা যায় না।’

শাজাহান খান বলেন, ‘বেগম জিয়া মঙ্গলবার বলেছেন তিনিও যুদ্ধাপরাধীর বিচার চান। কিন্তু সেই বিচার হতে হবে আন্তর্জাতিক মানের।’ মন্ত্রী বেগম জিয়ার কাছে প্রশ্ন রেখে বলেন, ‘এ আন্তর্জাতিক মানটা কী?’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, দৈনিক জনতার সম্পাদক শাহজাহান আলী, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন এইচএম ইব্রাহিম ভূঁইয়া প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএম/এমএইচও/এনডিএস/রাসেল/ডিসেম্বর ২৫, ২০১৩)