সুনামগঞ্জে গৃহবধুর মৃতদেহ উদ্ধার
সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় রূপালী বেগম (২৬) নামে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
রূপালী উপজেলা সদর ইউনিয়নের তেলিয়া (নতুনপাড়া) গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, কীটনাশক খেয়ে তিনি আত্মহত্যা করেন। তবে কি কারণে রূপালী আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক জানান, মৃতদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ বের করা হবে বলে জানান তিনি।
(দ্য রিপোর্ট/আরএআর/এফএস/এমডি/রাসেল/ডিসেম্বর ২৫, ২০১৩)