নানা আয়োজনে বান্দরবানে বড়দিন উদযাপিত
বান্দরবান সংবাদদাতা : বড়দিনকে ঘিরে উৎসবমুখর বান্দরবান। বুধবার কেক কেটে, যিশুখ্রিস্টের গুণকীর্তন ও নানা রঙের পিঠা তৈরির প্রতিযোগিতার মধ্য দিয়ে বড়দিনের নানা আয়োজন চলছে।
ফাতিমা রাণী ক্যাথলিক চার্চ, কেন্দ্রীয় গির্জা ব্যাপটিস্ট চার্চ, লাইমী পাড়া, ফারুক পাড়া, রুমা, রোয়াংছড়ি, থানছি, লামা উপজেলায় নানা আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বী পাহাড়িরা বড়দিন পালন করছে।
আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ উৎসব চলবে। ঐতিহ্যবাহী নানা পোশাকে নেচে-গেয়ে ও প্রার্থনার মাধ্যমে মেতেছে পাহাড়ি জনগোষ্ঠী। চলছে খাওয়া-দাওয়ার আনুষ্ঠানিকতাও।
(দ্য রিপোর্ট/এএস/এফএস/ এমডি/নূরুল/ডিসেম্বর ২৫, ২০১৩)