নাইটসকে আফ্রিদির না
দ্য রিপোর্ট ডেস্ক : আগামী বছর দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টোয়েন্টি২০তে চেভরোলেট নাইটসের হয়ে খেলবেন না বলে ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন শহীদ আফ্রিদি।
আফ্রিদির না খেলার বিষয়ে স্পোর্টস২৪’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার জন্য নাইটসের হয়ে মাঠে নামতে পারবেন না আফ্রিদি। এজন্য কর্তৃপক্ষকে তার বিকল্প বেছে নেয়ার অনুরোধ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
নাইটসের প্রধান নির্বাহী জোহান ভন হিরডেন বলেছেন, ‘স্বল্প সময়ের এমন নোটিশের প্রেক্ষিতে আপাতত কারো সঙ্গে নতুন চুক্তি করা সম্ভব নয়।’ যদিও গত মাসে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছিল, প্রতিযোগিতার সূচি অনুযায়ী আগামী বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ক্লাবের সঙ্গে যোগ দেবেন আফ্রিদি।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে প্রতিযোগিতায় আরও রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন (কোবরা), ক্রিস গেইল (ডলফিনস), পাকিস্তানের সাঈদ আজমল (টাইটানস), সোহাইল তানভির (লায়ন্স) ও ইংল্যান্ডের গ্রাহাম ওনিয়ন্স (ডলফিনস)।
(দ্য রিপোর্ট/সিজি/এমআই/নূরুল/ডিসেম্বর ২৫, ২০১৩)