পাবনায় অস্ত্রসহ আটক ২
পাবনা সংবাদদাতা : পাবনার ফরিদপুর উপজেলার হাদল এলাকায় মঙ্গলবার রাতে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
এ সময় তাদের কাছে একটি শাটারগান, এক রাউন্ড গুলি, একটি গুলির খোসা ও একটি রাম দা উদ্ধার করা হয়।
আটকরা হলেন- উপজেলার কুচলিয়া গ্রামের তাহের প্রামাণিকের ছেলে নায়েব আলী (৩৮) ও পুরাতন মৌদ গ্রামের আবদুল জলিলের ছেলে আজাদ মিয়া (২৮)।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন দ্য রিপোর্টকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টার দিকে হাদল ইউনিয়নের মানানগ্রামের বিলের মধ্যে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও নায়েব ও আজাদকে অস্ত্রসহ আটক করে পুলিশ।
তিনি আরও জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/জেএম/নূরুল/ডিসেম্বর ২৫, ২০১৩)