পটুয়াখালী সংবাদদাতা : পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় রিপন (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, ‘মৃতদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

নিহত রিপন বড়ডালিমা গ্রামের ইউনুস দফাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে বড়ডালিমা ব্রিজ এলাকায় টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক রিপন গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/বিডি/এফএস/এসকে/ডিসেম্বর ২৫, ২০১৩)