রাজধানীতে ২০ ককটেলসহ শিবিরকর্মী আটক
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পূর্ব মনিপুর থেকে সাইফুল ইসলাম নামের এক শিবিরকর্মীকে আটক করেছে মিরপুর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০টি ককটেল উদ্ধার করা হয়।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইমতিয়াজ আহমেদ বলেন, বুধবার দুপুর আড়াইটায় ৯৩৭ পূর্ব মনিপুরের একটি বাসা থেকে এক শিবিরকর্মীকে ২০টি ককটেলসহ আটক করা হয়। তার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
শিবিরকর্মী সাইফুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ একাধিকস্থানে অভিযান পরিচালনা শুরু করেছে। অভিযান শেষে বিস্তারিত জানা যাবে বলে জানান ডিসি।
(দ্য রিপোর্ট/এনইউডি/এফএস/জেএম/ডিসেম্বর ২৫, ২০১৩)