সাতক্ষীরা সংবাদদাতা : টানা চারদিন অবরোধের পর বুধবার সকালে চালু হয়েছে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. অহিদুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, ব্যবসায়ীরা অবরোধের কারণে আমদানি ও রফতানি করতে পারেনি। চারদিন বন্ধের ফলে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

ভোমরা স্থলবন্দরের কাস্টমসের সহকারী কমিশনার উত্তম বিশ্বাস জানান, চারদিন ভোমরা স্থলবন্দর বন্ধ থাকায় সরকার প্রায় দুই কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।

বন্দর স্বাভাবিক হওয়ার পর বুধবার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ২১২টি মালবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে।

(দ্য রিপোর্ট/এমআরইউ/এমএইচও/এসকে/ডিসেম্বর ২৫, ২০১৩)