বান্দরবানে ২ মাদক ব্যবসায়ী আটক
বান্দরবান সংবাদদাতা : বান্দরবানের রুমায় দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে তাদের মাদকদ্রব্যসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আটকরা হলেন- ভিক্টর বম (৩১) ও উহ্লা মং মারমা (২৩)।
এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন দ্য রিপোর্টকে জানান, সেনাসদস্যরা বুধবার দুপুরে মাদকদ্রব্যসহ দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে জেলার রুমা উপজেলার গ্যারিসন এলাকা থেকে সেনাসদস্যরা গাঁজা, দেশীয় চুলাই মদসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের কাছে নগদ এক লাখ ১৫ হাজার টাকা, দেড় লিটার চুলাই (বাংলা) মদ ও ১৪ পুটলি গাঁজা উদ্ধার করা হয়।
(দ্য রিপোর্ট/এএস/এমএইচও/এসকে/ডিসেম্বর ২৫, ২০১৩)