সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় পিকেটিং করার প্রস্তুতি নেওয়ার সময় আটক আবুল কালামকে (৩২) দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ‍দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ওই ব্যক্তিকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বুধবার বিকেলে দেবহাটা থানায় বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম তাকে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস ঘটনা নিশ্চিত করে জানান, তাকে কারাগারে পাঠানো হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত আবুল কালাম দেবহাটা থানার সখিপুর গ্রামের মোক্তার আলীর ছেলে।

(দ্য রিপোর্ট/এমআর/এফএস/এসকে/ডিসেম্বর ২৫, ২০১৩)