দ্য রিপোর্ট প্রতিবেদক : সারাদেশে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী ২৬ ডিসেম্বর প্রথম প্রহর থেকে মাঠে নেমেছে সেনাবাহিনী। দেশের সব জেলাতেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব পালন করবে। রিটার্নিং অফিসারের নির্দেশে তারা কাজ করবেন। তাদের পরিচালনার জন্য প্রত্যেক টিমে একজন করে ম্যাজিস্ট্রেট আছেন।

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সাড়ে ছয় লাখ সদস্য কাজ করবেন। এতে প্রায় ৫০ হাজার সেনা মোতায়েন থাকবে।

প্রত্যেক জেলায় ৮০০ জন করে সেনা মোতায়েন করা হয়েছে। জেলা সদরে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে তাদের জন্য। প্রয়োজন অনুযায়ী তাদের থানা/উপজেলায় পাঠানো হবে। প্রত্যেকটি টিমের নেতৃত্বে রয়েছেন একজন লে. কর্নেল পদমর্যাদার কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/এমএস/এপি/জেএম/এএস/ডিসেম্বর ২৬, ২০১৩)