‘যশোর আমার এলাকা’র শীতবস্ত্র বিতরণ
দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘আমরা সবাই সাধারণ, করি শীতবস্ত্র বিতরণ’- এই শ্লোগান নিয়ে যশোরভিত্তিক ফেসবুকের সবচেয়ে বড় ও জনপ্রিয় পেজ ‘যশোর আমার এলাকা’ শীতবস্ত্র বিতরণ করে। বুধবার দুপুরে যশোর সদর হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম, বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
গত জুন মাসে ছিল পেজের ভার্চুয়াল ফ্যানদের পুনর্মিলনী। সে অনু্ষ্ঠানে সকল ফ্যানরা শপথ নিয়েছিল এই শীতে শীতবস্ত্র বিতরণ করা হবে। তারই ধারাবাহিকতায় বুধবার শীতবস্ত্র বিতরণের এ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচির সার্বিক দায়িত্বে ছিলেন শাওন রকিং (Shawon Rocking)| তাকে সহায়তা করেন শুভ্র দেব, ভিনসেন্ট অমি, আসিফ আবীর, এসকে ইশতিয়াক ও ক্যামেরাওয়ালা সাজিদ (Shuvro Dev, Vincent Omi, Asif Abir, Sk Istiaque & Camerawala Sazzid)। স্পন্সরের দায়িত্বে ছিলেন পেজের ম্যানেজার অমিত দে শুভ। এছাড়াও যশোরবাসীর সহযোগিতায় এবং পেজের টি-শার্ট বিক্রি করে তার লাভের টাকা দিয়ে কম্বল কিনে তা বিতরণ করা হয়।
ফ্যান পেজের অন্যতম সংগঠক এইচএম রেজোয়ান দুরন্ত জানান, আশানুরূপ সাড়া পাওয়া না গেলেও ৩৬টা কম্বল বিতরণ করা হয়েছে। আশা করি আগামী বছর ৫৪টি কম্বল দিতের পারবো।
তিনি বলেন, আমাদের পেজের মতো দেশের ৬৪টি জেলাতেই যদি এমন উদ্যোগ নেওয়া হয় তবে দেশের মানুষের দুঃখ-দুর্দশা কিছুটা হলেও কমবে।
(দ্য রিপোর্ট/এপি/ডিসেম্বর ২৫, ২০১৩)