যশোর সংবাদদাতা : যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা থেকে ফেনসিডিল ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার বিকেল ৫টার দিকে তাকে আটক করা হয়।

আটক মনিতোষ রোহিতা জলকর এলাকার চৈতন্য দাসের ছেলে।

ডিবির এসআই আমির আব্বাস দ্য রিপোর্টকে জানান, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মনিতোষের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার সিঁড়ি ঘরের কাছ থেকে একশ’ বোতল ফেনসিডিল ও একটি ছোট বাক্সের মধ্যে একশ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/জেএম/এমএইচও/এসকে/ডিসেম্বর ২৫, ২০১৩)