কুমিল্লায় মাইক্রো-অটোরিকশা সংঘর্ষ, মা-মেয়েসহ নিহত ৪
কুমিল্লা সংবাদদাতা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে, চালকসহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মহাসড়কের বারপাড়া বাসস্ট্যান্ডের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- অটোরিকশার চালক দাউদকান্দি উপজেলার তুজারভাঙ্গা গ্রামের বাদশা মিয়ার ছেলে চালক আবদুল মতিন (৩২), অটোরিকশার যাত্রী সতানন্দী গ্রামের সুলতান মিয়ার ছেলে বেলু মিয়া (৪০), বারপাড়ার গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী ইয়াসমিন আক্তার (২৫) ও তার মেয়ে জান্নাত (৫)। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দ্যা রিপোর্টকে জানান, উপজেলার বারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় গৌরীপুর থেকে দাউদকান্দিগামী সিএনজি অটোরিকশার সঙ্গে কুমিল্লাগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার চালক আবদুল মতিন, অটোরিকশার যাত্রী বেলু মিয়া, ইয়াসমিন আক্তার ও তার মেয়ে জান্নাত নিহত হন। আহতদের ঢাকাসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
(দ্য রিপোর্ট/জেডপি/জেএম/ডিসেম্বর ২৫, ২০১৩)