শেরপুর সংবাদদাতা : শেরপুরের শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান শাহেদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শাহেদ জানকিখিলা গ্রামের আবদুল খালেকের ছেলে।

উপজেলার শালমারা এলাকায় বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী শেখ দ্য রিপোর্টকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শাহেদ শালমারা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি তাকে চাপা দেয়। গুরুতর আহতাবস্থায় শাহেদকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এসএম/এমএইচও/এসকে/ডিসেম্বর ২৫, ২০১৩)