অনিশ্চিত মুশফিক
দ্য রিপোর্ট প্রতিবেদক : বিজয় দিবস টোয়েন্টি২০ টুর্নামেন্টের বৃহস্পতিবারের ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিম। বুধবার প্রাইম ব্যাংকের বিপক্ষে খেলতে গিয়ে কোমরে চোট পেয়েছেন তিনি। এজন্য ব্যাটিংয়ের পর ফিল্ডিং করতে পারেননি।
এমআরআই করানো হয়েছে মুশফিকের। এই রিপোর্টের উপরই ইউসিবির বিপক্ষে তার খেলা নির্ভর করছে।
প্রাইম ব্যাংকের বিপক্ষে মুশফিক হাফসেঞ্চুরি করেছেন। কিন্তু ব্যাটিংয়ের সময়ই বাম হাতের কনুইয়ের উপরে বল লাগে। এতে সন্ধ্যার পর পিঠে ব্যথা অনুভব করছেন মুশফিক। পরে স্থানীয় একটি হাসপাতালে এমআরআই করানো হয়েছে।
এ নিয়ে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেছেন, ‘মুশফিক পিঠে ব্যথা অনুভব করছেন। এমআরআই করানো হয়েছে।’ আর আবাহনীর ম্যানেজার মামুন জানিয়েছেন, ‘এমআরআই রিপোর্ট দেখার পরই বলা যাবে বৃহস্পতিবার মুশফিক খেলতে পারবেন কিনা।’
(দ্য রিপোর্ট/এমএ/সিজি/ডিসেম্বর ২৫, ২০১৩)