মোহামেডানের দ্বিতীয় জয়
দ্য রিপোর্ট প্রতিবেদক : ইস্! মাঝপথে একটি বলে যদি আরেকটি উইকেট পাওয়া যেত তাহলে বিজয় দিবস টোয়েন্টি২০ টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক বোলার হয়ে যেতেন দেওয়ান সাব্বির আহমেদ। ডানহাতি পেসার এরপরও ৪ উইকেট তুলে নিয়েছেন। তার দুর্দান্ত নৈপুন্যে ইউসিবিকে ১২৯ রানে বেঁধে দিয়ে ১৩০ রান করে ৭ উইকেটের জয় পেয়েছে মোহামেডান। টুর্নামেন্টে মোহামেডানের এটি দ্বিতীয় জয়।
সিলেট বিভাগীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ইউসিবি বিসিবি একাদশ আগে ব্যাট করেছে। সাব্বিরের (৪/২২) বোলিং তোপের সামনে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৯ রানের বেশি করতে পারেনি ইউসিবি। রনি তালুকদার সর্বোচ্চ ৪৩ রান করেছেন। আর তামিম ইকবালের ব্যাট থেকে এসেছে ৩৪ রান।
জবাবে মমিনুল হকের অপরাজিত ৫০ ও তৈয়বুর পারভেজের অপরাজিত ৩০ রানে অনায়াসেই ১৭.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩০ রান করেই জয় পেয়েছে মোহামেডান। ইউসিবির ইনিংসে ১৮ তম ওভারের পঞ্চম বলে একটি উইকেট তুলে নিয়েছেন সাব্বির। এরপর ইনিংসের শেষ ওভারের প্রথম ও দ্বিতীয় বলে আরও ২টি উইকেট পেয়েছেন। মাঝপথে ১৮তম ওভারের ষষ্ঠ বলে আরেকটি উইকেট তুলে নেওয়া গেলেই হ্যাটট্রিক হয়ে যেত। তার গতির সামনে মার্শাল আইয়ুব, নাঈম ইসলাম, দেলোয়ার ও আরাফাত সানি আউট হন। দুর্দান্ত বোলিং করায় ম্যাচ সেরা হয়েছেন সাব্বির।
সংক্ষিপ্ত স্কোর:
ইউসিবি ইনিংস: ১২৯/৯; ২০ ওভার (রনি ৪৩, তামিম ৩৪, নাঈম ২০; সাব্বির ৪/২২, বাবু ২/২৩)
মোহামেডান ইনিংস: ১৩০/৩; ১৭.৩ ওভার (মমিনুল ৫০*, পারভেজ ৩০*, নুরুল ২৮; এনামুল জুনিয়র ২/১৪)
ফল : মোহামেডান ৭ উইকেটে জয়ী
ম্যাচ সেরা : দেওয়ান সাব্বির (মোহামেডান)
(দ্য রিপোর্ট/এমএ/সিজি/ডিসেম্বর ২৫, ২০১৩)