ক্ষমতা দখলের সংঘর্ষে ২০ শিশু আহত
দ্য রিপোর্ট প্রতিবেদক : ক্ষমতা দখলের পাল্টাপাল্টি সংঘর্ষে দুই মাসে ২০ শিশু আহত হয়েছে। এ ছাড়াও বিভিন্ন স্থানে বোমাবাজি ও আগুনে পুড়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে কাতরাচ্ছে ১২৪ জন।
জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার নারী মুক্তি কেন্দ্রের উদ্যোগে নারী ও শিশু প্রতিহিংসা বন্ধ, একতরফা নির্বাচন বাতিল, মৌলবাদ-সাম্প্রদায়িকতা-বোমাবাজি-হত্যা-সন্ত্রাস বন্ধ, দেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানসহ সকল বিদেশি শক্তির হস্তক্ষেপ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা এ তথ্য জানান।
তারা বলেন, একদিকে ক্ষমতায় টিকে থাকার জন্য জনমতকে তোয়াক্কা না করে সরকার একতরফা নির্বাচনের আয়োজন করছে। অন্যদিকে, স্বাধীনতা সংগ্রামে পরাজিত শক্তি জামায়াতসহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো একের পর এক সহিংসতা সৃষ্টি করে যাচ্ছে।
বক্তারা বলেন, কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার পর পাকিস্তান তাদের পরিষদে নিন্দা প্রস্তাব পেশ করেন। এই ধরনের নাকগলানো পাকিস্তানের বন্ধ করা প্রয়োজন। এ ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রসহ সকল বিদেশি শক্তির হস্তক্ষেপ বন্ধ করার আহ্বান জানান তারা।
(দ্য রিপোর্ট/এমএম/এসবি/ডিসেম্বর ২৫, ২০১৩)