দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে সরকারের নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ৩ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

কোতোয়ালি থানা এলাকার ৩২/৩৩ নম্বর পাটুয়াটুলির মেইন রোড থেকে বুধবার দুপুর ২টা ১০ মিনিটে তাদেরকে আটক করে পুলিশ।

হিযবুত তাহরীর সদস্য খালিদ সাইফুল্লাহ (৩০) ও মিজানুর রহমান খানকে (২৫) এক বছর ও মো. আলমগীর হোসেনকে (২৮) ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইফতেখার আহম্মেদ চৌধুরী।

সহকারি পুলিশ কমিশনার আবু ইউসুফ দ্য রিপোর্টকে জানান, হিযবুত তাহরীর ৩ সদস্য দুপুরে কোতোয়ালি থানা এলাকায় সংগঠনের পক্ষে লিফলেট বিতরণ করার সময় পুলিশ তাদের আটক করে। এরপর ভ্রাম্যমাণ আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়।

(দ্য রিপোর্ট/এএইচএ/এমএইচও/জেএম/ডিসেম্বর ২৫, ২০১৩)