বান্দরবান সংবাদদাতা : বান্দরবানে পৌর সভাপতি আবু বক্কর (৩৮) ও জেলা হোটেল শ্রমিক দল সভাপতি মো. ইউসুফকে (৪৫) আটক করেছে পুলিশ।

বান্দরবান বাজার থেকে বুধবার সন্ধ্যায় যুবদল সভাপতি ও পৌরসভার ৮নং ওয়ার্ড এলাকা হোটেল শ্রমিক দল সভাপতিকে আটক করা হয়।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মদ আটকের কথা স্বীকার করে দ্য রিপোর্টকে জানান, জিজ্ঞাসাবাদের জন্য যুবদল সভাপতি ও হোটেল শ্রমিকদল সভাপতিকে থানায় আনা হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান দ্য রিপোর্টকে জানান, ২৯ ডিসেম্বর ঢাকা অভিযাত্রায় নেতাকর্মী ও সাধারণ মানুষজনকে অংশগ্রহণের জন্য বান্দরবান বাজারের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে সাড়ে ৭টার সময় বের হয়ে আসার সময় পৌর যুবদল সভাপতি আবু বক্করকে আটক করে পুলিশ।

এছাড়া সন্ধ্যা ৬টার সময় পৌরসভার ৮নং ওয়ার্ড এলাকা হোটেল শ্রমিক দল সভাপতি মো. ইউসুফকে আটক করা হয়। তিনি আটকের তীব্র নিন্দা ও নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।

(দ্য রিপোর্ট/জেআর/এমএইচও/জেএম/ডিসেম্বর ২৫, ২০১৩)