সারাদেশে যৌথবাহিনীর অভিযানে আটক ৯৩
দ্য রিপোর্ট ডেস্ক : নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সারাদেশে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৯৩ জনকে আটক করেছে। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযানে চট্টগ্রামে ২৩ জন, যশোরে ৫১ জন, নাটোরে ১০ জন, কুমিল্লায় ৭ জন ও সাতক্ষীরায় ২ জনকে আটক করা হয়। এদের অধিকাংশ বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মী বলে পুলিশ জানিয়েছে।
আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
চট্টগ্রাম : জেলার সীতাকুণ্ডে নাশকতায় জড়িত থাকার অভিযোগে জামায়াত-শিবিরের ২৩ কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোহাম্মদ শহিদুল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন নাশকতার অভিযোগে উপজেলার কুমিরা, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২৩ কর্মীকে আটক করা হয়েছে।
যশোর : যশোরের বিভিন্ন উপজেলায় পুলিশ বুধবার ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীসহ ৫১ জনকে আটক করেছে।
যশোর পুলিশের মুখপাত্র সদর সার্কেলের এএসপি রেশমা শারমিন জানান, বিশেষ অভিযানে যশোর কোতোয়ালি থানা এলাকা থেকে একজন, শার্শা থানা এলাকা থেকে একজন ও ঝিকরগাছা থানা এলাকা থেকে একজনসহ তিন বিএনপিকর্মী ও কেশবপুর থানা এলাকা থেকে জামায়াতের তিন কর্মীকে আটক করা হয়। এ ছাড়া বিশেষ অভিযানে যশোর সদরসহ বিভিন্ন থানা এলাকা থেকে ৪৫ জনকে আটক করে করা হয়েছে।
সাতক্ষীরা : সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে ২ জনকে আটক করা হয়েছে। তাদের মঙ্গলবার রাতে পৃথক স্থান থেকে আটক করা হয়। পুলিশ বলছে তারা জামায়াত-শিবিরকর্মী।
কুমিল্লা : কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৭ কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে জেলার কোতোয়ালি, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও বুড়িচং থেকে এদের আটক করা হয়।
নাটোর সংবাদদাতা : নাটোরের বিভিন্ন স্থানে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিএনপি- জামায়াতের ১০ কর্মীকে আটক করেছে।
জেলা পুলিশ সুপার ড. নাহিদ হোসেন জানান, মঙ্গলবার রাতভর যৌথবাহিনীর বিশেষ অভিযানে নাটোর সদর, বড়াইগ্রাম ও লালপুর উপজেলার বিভিন্ন এলাকা এদের আটক করা হয়।
(দ্য রিপোর্ট/এসবি/ডিসেম্বর ২৫, ২০১৩)