দ্য রিপোর্ট ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের দোউরা জেলায় এক চার্চের কাছে গাড়ি বোমা হামলায় ১৪ জন নিহত হয়েছেন।

খ্রিস্টান সম্প্রদায়ের বৃহত্তম উৎসব বড়দিন উদযাপন শেষে চার্চ থেকে বের হওয়ার সময় এ হামলা চালানো হয় বলে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

এ হামলায় আহত হয়েছেন আরো ২৮ জন। হতাহতদের অধিকাংশই খ্রিস্টান সম্প্রদায়ের বলে জানিয়েছেন পুলিশ।

ইরাকে প্রায় নয় লাখ খ্রিস্টান ধর্মাবলম্বী বাস করে। ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর থেকে প্রায়ই ইরাকজুড়ে চার্চগুলোতে হামলা চালানো হয়।

এর আগে, ২০১০ সালে বাগদাদের একটি ক্যাথলিক ক্যাথিড্রালে বন্দুকধারীদের হামলায় ৫০ জন নিহত হন। সূত্র: বিবিসি।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/ডিসেম্বর ২৫, ২০১৩)