চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়ন পরিষদের সামনে বুধবার রাত ৮টার দিকে গরুবোঝাই একটি পিকআপের চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত ছাত্রের নাম শফিক আহামদ চৌধুরী (১২)। সে মহুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। সে সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের মাহামুদুল হক চৌধুরীর ছেলে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব উদ্দিন দ্য রিপোর্টকে জানান, সাতকানিয়া থেকে চন্দনাইশ অভিমুখী একটি গরুবোঝাই পিকআপ বুধবার রাত ৮টার দিকে দোহাজারী ইউনিয়ন পরিষদের সামনে রাস্তা পারাপারের সময় শফিককে পেছন থেকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। আহতাবস্থায় দোহাজারী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(দ্য রিপোর্ট/কেএইচএস/এমএইচও/জেএম/ডিসেম্বর ২৫, ২০১৩)