খালেদা জিয়ার কার্যালয়ে দুই আইনজীবী
দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার কার্যালয়ে প্রবেশ করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি এ জে মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন।
বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে বুধবার রাত পৌনে এগারোটার দিকে তারা প্রবেশ করেন।
এর আগে কার্যালয়ে প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন বলেন, আমরা রাজনীতিবিদ হিসেবে নয়, আমরা বিরোধী দলীয় নেতার আইনজীবী হিসেবে ম্যাডামের (বেগম খালেদা জিয়া) সঙ্গে দেখা করতে এসেছি।
এ সময় তিনি আরো বলেন, ম্যাডাম আমাদের ফোন করেছেন, তাই আমরা দেখা করতে এসেছি। গণতান্ত্রিক দেশে প্রত্যেক নাগরিকের আইনি সহায়তা পাওয়ার অধিকার রয়েছে।
তিনি আরো বলেন, ম্যাডাম শুধু বিরোধী দলীয় নেতাই নয়, তিনি গণতান্ত্রিক দেশের নাগরিক ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী।
পুলিশ সদস্যরা এখন পর্যন্ত গুলশানের কার্যালয়ের সামনে অবস্থান করছেন। কোনো নেতাকর্মীকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না।
(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/এমএইচও/জেএম/ডিসেম্বর ২৫, ২০১৩)