‘তাদের সম্পদের হিসাবও প্রকাশ হোক’
দ্য রিপোর্ট প্রতিবেদক : শুধু রাজনীতিবিদদের সম্পদের হিসাব নয়, যারা পাবলিক ফিগার তাদের সবার সম্পদের হিসাবও প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদ।
একই সঙ্গে যারা এ সব বিষয় নিয়ে লিখছেন তাদের সম্পদের হিসাবও প্রকাশ করার দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও মন্ত্রী আবদুর রাজ্জাকের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজিত সভায় এ সব মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘রাজনীতি এখন রাজনীতিবিদদের হাতে নেই। রাজনীতিতে অনেক বনিকায়ন হয়েছে, দুর্বৃত্তায়ন হয়েছে। রাজনীতি যে ব্রত সে কথা সবাই ভুলতে বসেছেন।’
মিডিয়ায় নিজের সম্পদের হিসাব প্রকাশের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘আমার শুধু সম্পদের হিসাব প্রকাশ করা হয়েছে। দায়গুলো উল্লেখ করা হয়নি। ২০০৮ সালে আমার বাবা বেঁচে ছিলেন, এখন বাবা জীবিত নেই। পৈতৃক সূত্রে অনেক সম্পদ আমি পেয়েছি। যা এবার উল্লেখ করেছি।’
বিরোধী জোটের ২৯ ডিসেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগের এই প্রচার সম্পাদক বলেন, ‘আন্দোলনের নামে খালেদা জিয়া ঢাকা শহরে সকল বোমাবাজদের একত্রিত করতে চান। এই সুযোগ তাকে দেওয়া হবে না।’
শেখ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-কমিটি সহ-সম্পাদক বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
(দ্য রিপোর্ট/বিকে/এআইএম/ এমডি/ডিসেম্বর ২৬,২০১৩)