দ্য রিপোর্ট ডেস্ক : রাজধানী বাগদাদে দুটি পৃথক বোমা হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। ইরাকের কর্তৃপক্ষ জানিয়েছে, একটি চার্চের কাছে গাড়িবোমা হামলায় ২৪ জন নিহত হয়। অপর হামলাটি চালানো হয় একটি বাজারে, এতে নিহত হয় ১১ জন। খবর বিবিসির।

দুটি বিস্ফোরণের ঘটনাই বাগদাদের দোরা এলাকায় ঘটেছে।

পুলিশ জানিয়েছে, বাগদাদের দক্ষিণাঞ্চলে দোরা এলাকায় খ্রিষ্টান ধর্মাবলম্বীরা বুধবার প্রার্থনা শেষে গির্জা থেকে বেরোনোর সময় রাস্তার পাশে রাখা একটি গাড়িবোমা বিস্ফোরণে ২৪ জন নিহত হয়। তারা জানিয়েছে, নিহতদের বেশির ভাগই খ্রিষ্টান।

একই অঞ্চলের একটি বাজারে আরেকটি বোমার বিস্ফোরণে ১১ জন নিহত হয়।

উল্লেখ্য, ২০১০ সালে বাগদাদের একটি ক্যাথলিক ক্যাথিড্রালে বন্দুকধারীদের হামলায় ৫০ জন নিহত হয়েছিল।

সাম্প্রতিক সময়ে ইরাকে সহিংসতার মাত্রা সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে। ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর থেকে প্রায়ই ইরাকজুড়ে চার্চগুলোতে হামলা চালানো হয়।

(দ্য রিপোর্ট/আদসি/এএস/লতিফ/ডিসেম্বর ২৬, ২০১৩)