রাজধানীতে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রাজধানীতে ককটেল বিস্ফোরণকারীদের নিয়ন্ত্রণ করতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। রবিবার ভোররাত থেকে ছদ্মবেশে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) ও পুলিশ এই অভিযান শুরু করেছে।
ছদ্মবেশে রিকশা, মটরসাইকেল ও বিভিন্ন যানবাহনে অবস্থান করে ককটেল বিস্ফোরণকারীদের গ্রেফতারে এই বিশেষ অভিযান চালাচ্ছে তারা।
ডিএমপির মুখপাত্র যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, শনিবার বিকালের পর খেকে বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিস্ফোরণকারীদের বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেফতার অভিযান শুরু হয়েছে। বিশেষ করে ডিবি ও পুলিশের একাধিক দল মোটরসাইকেলযোগে রাজধানীর অলিগলিতে টহল শুরু করেছে।
কমিশনার মনিরুল ইসলাম আরো জানান, আত্মগোপনে থেকে ককটেল হামলাকারীদের হাতেনাতে আটকের জন্যই এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
(দিরিপোর্ট২৪/কেজেএন/এমএইচ/জেএম/অক্টোবর ২৭, ২০১৩)