দ্য রিপোর্ট প্রতিবেদক : আশুলিয়ার বাংলা-জাপান নামের গার্মেন্টস কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। দমকল বাহিনীর ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে বাংলা-জাপান নামের গার্মেন্টসটির ৭ম তলায় প্রথমে আগুন লাগে। পরে তা ৬ষ্ঠ তলায়ও ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।

(দ্য রিপোর্ট/ ওএস/ এমডি/লতিফ/ ডিসেম্বর ২৬, ২০১৩)