মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রীর জনসভা শুক্রবার
মুন্সীগঞ্জ সংবাদদাতা : নির্বাচনী প্রচারণায় ২৭ ডিসেম্বর (শুক্রবার) মুন্সীগঞ্জের লৌহজং ও শ্রীনগর উপজেলায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রশাসনিক ও দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা আড়াইটায় তিনি লৌহজং ডিগ্রি কলেজ মাঠে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের আওয়ামী লীগ প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলির নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।
এরপর বিকেল সাড়ে ৩টায় তিনি শ্রীনগর স্টেডিয়ামে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের আওয়ামী লীগ প্রার্থী সুকুমার রঞ্জন ঘোষের নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।
(দ্য রিপোর্ট/এমএএস/এআইএম/এমডি/শাহ/ডিসেম্বর ২৬, ২০১৩)