দ্য রিপোর্ট ডেস্ক : দক্ষিণ-পূর্ব ব্রাজিলে ৯০ দিনের টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৩২ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি দেশটিতে প্রায় ৫০ হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

ব্রাজিলের মিনাস জেরেইস প্রদেশের বেসমারিক প্রতিরক্ষা বিভাগের ওয়েবসাইটে বুধবার জানানো হয়, বন্যা ও ভূমিধসে প্রদেশটিতে ১৭ জন মারা গেছেন। এতে অনেক বাড়িঘর ও রাস্তাঘাট নষ্ট হয়েছে বলেও জানানো হয়।

প্রায় ৪ হাজার লোক বাধ্য হয়ে সরকারি ভবন ও আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে বলে ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।

এদিকে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, ডিসেম্বরের শুরুতে দক্ষিণ-পূর্বের বাহিয়া প্রদেশের লেজেডিনহো শহরে বন্যায় কমপক্ষে ১৬ জন মারা গেছেন।

তিনি জানান, গত দুই সপ্তাহে দেশটিতে প্রায় ৫০ হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে।

মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট দিলিমা রওসেফ বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। তিনি এ সময় বাড়িঘর ও রাস্তাঘাট পুনঃনির্মানের কেন্দ্রীয় সহায়তার ঘোষণা দেন।

(দ্য রিপোর্ট/এআইএম/এমডি/শাহ/ডিসেম্বর ২৬, ২০১৩)