আশুলিয়ায় গার্মেন্টস কারখানার আগুন নিয়ন্ত্রণে
সাভার সংবাদদাতা : আশুলিয়ায় বাংলা-জাপান নামের গার্মেন্টস কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।
প্রতক্ষ্যদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার ইউনিক এলাকায় আলমগীর হোসেনের মালিকানাধীন ভবনের সপ্ত তলায় আগুন দেখতে পান স্থানীয়রা। এ সময় তারা ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ডিইপিজেডের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে আগুনের মাত্রা বেশি হওয়ায় পরবর্তীতে কালিয়াকৈর ও সাভারের আরো ছয়টি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
বাংলা-জাপান নামক পুড়ে যাওয়া ওই গার্মেন্টস কারখানাটি জাপানি হরুনরী ইউসিডার মালিকানাধীন ছিল।
কারখানার ব্যাবস্থাপনা পরিচালক বিপ্লব কুমার রায় জানান, বাংলা-জাপান পোশাক কারখানায় ২০০ শ্রমিক কাজ করতেন। তবে অগ্নিকাণ্ডের সময় কারখানার ভেতরে কোন শ্রমিক না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ মিয়া জানান, আগ্নিকাণ্ডের খবর পেয়ে আশুলিয়া, সাভার ও কালিয়াকৈরের মোট আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
(দ্য রিপোর্ট/এনএইচ/এআইএম/এমডি/শাহ/ডিসেম্বর ২৬, ২০১৩)