শমরিতার এজিএম ১১ জানুয়ারি
দ্য রিপোর্ট প্রতিবেদক : সেবা ও আবাসন খাতের শমরিতা হাসপাতালের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১১ জানুয়ারি, শনিবার এ কোম্পানির ২৮তম এজিএম অনুষ্ঠিত হবে।
এদিন সকাল ১০টায় এলজিইডি মিলনায়তন, এলজিইডি ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় এজিএম অনুষ্ঠিত হবে। এজিএম সংক্রান্ত অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।
এর আগে গত ৭ নভেম্বর কোম্পানিটি ২০১৩ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ৩০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করে।
(দ্য রিপোর্ট/এইচকে/শাহ/ডিসেম্বর ২৬, ২০১৩)