যশোর সংবাদদাতা : যশোরের বিভিন্ন উপজেলায় বৃহস্পতিবার ভোররাতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে। ওই অভিযানে বিএনপি ও জামায়াতে ইসলামের ১৪ নেতাকর্মীসহ ৫৫ জনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে আটকদের নাম জানা যায়নি।

যশোর পুলিশের মুখপাত্র সদর সার্কেলের এএসপি রেশমা শারমিন জানান, ভোররাতের বিশেষ অভিযানে যশোর কোতোয়ালি, শার্শা ও বেনাপোল থানা এলাকা থেকে ১০ বিএনপি কর্মী এবং জামায়াতের চার কর্মীকে আটক করা হয়।

এছাড়া বিশেষ অভিযানে যশোর সদরসহ বিভিন্ন থানা এলাকা থেকে আরো ৪১ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/জেএম/এআইএম/এমডি/শাহ/ডিসেম্বর ২৬, ২০১৩)