লেনদেন ধীর গতি
দ্য রিপোর্ট প্রতিবেদক: একটানা চতুর্থ দিনের মতো নিম্নমুখী প্রবণতায় রয়েছে দেশের উভয় পুঁজিবাজার।বৃহস্পতিবার দিনের শুরুতে উত্থান পতন থাকলেও দুপুর পৌনে ১২টার দিকে সূচক নিম্নমুখী হয়। এরপর থেকে নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে।দুপুর দেড়টা পর্যন্ত অধিকাংশ শেয়ারের দর কমার পাশাপাশি টাকার পরিমানে লেনদেনেও ধীর গতি লক্ষ্য করা গেছে।
দুপুর দেড়টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৭ পয়েণ্ট কমে অবস্থান করছে ৪১৯১ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ২০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ২৪৭ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা।
মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪২২৮ পয়েন্টে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের(সিএসই) সাধারণ মূল্য সূচক দুপুর দেড়টায় ৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৮২৪৭ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ১৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ২৫ কোটি ১৯ লাখ টাকা।
(দ্য রিপোর্ট/এইচকে/ডিসেম্বর ২৬, ২০১৩)