দ্য রিপোর্ট প্রতিবেদক : লভ্যাংশ কম দেওয়ায় খাদ্য ও আনুষঙ্গিক খাতের ফাইন ফুডসকে ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৯ ডিসেম্বর, রবিবার থেকে ‘বি’ ক্যাটাগরির অধীনে এ কোম্পানির লেনদেন শুরু হবে।

২০১৩ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে ফাইন ফুডস বিনিয়োগকারীদের ২ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দেওয়ায় নিয়মানুযায়ী এর ক্যাটাগরি অবনমন হয়েছে।

(দ্য রিপোর্ট/এইচকে/শাহ/ডিসেম্বর ২৬, ২০১৩)