মাগুরা সংবাদদাতা : মাগুরায় জামায়াতে ইসলামীর জেলা আমির আলমগীর বিশ্বাসকে আটকের প্রতিবাদে দলটির ডাকা আধাবেলা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

হরতালের সমর্থনে রাতে মিছিল করলেও বৃহস্পতিবার সকালে মিছিল ও পিকেটিং করতে দেখা যায়নি দলটির নেতাকর্মীদের। এদিন সকাল থেকেই শহরের অধিকাংশ দোকানপাট ও অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ ছিল।

এদিকে মাগুরার শালিখা উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক আব্দুল মান্নানকে আড়পাড়া বাজার থেকে সকাল ১০টার দিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ।

(দ্য রিপোর্ট/এসআই/এআইএম/এমডি/শাহ/ডিসেম্বর ২৬, ২০১৩)