রাজশাহী সংবাদদাতা : রাজশাহী নগরীর রাজারহাতা এলাকায় লোকনাথ স্কুলের সামনে ১৮ দলের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়। এতে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর পুলিশ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ৩০ জন নেতাকর্মীকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে এ ঘটনাটি ঘটে।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া বলেন, রাজশাহী নগরীর লোকনাথ স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে পুলিশের একটি গাড়িতে (পুলিশ ভ্যান) ককটেল বিস্ফোরণ করে জামায়াত-শিবির। এ সময় গাড়িতে থাকা ৫ জন কনস্টেবল আহত হন। এরা হলেন, আনন্দ (১৬৬১), শাহরিয়ার (১৯৮৬), সিদ্ধার্থ (১৯৪২), তৌহিদ (১৯২৩) ও আসাদ (২০৯৫)। এদের মধ্যে আনন্দ, আসাদ ও তৌহিদের আঘাত গুরুতর। ৫ জনেরই চিকিৎসা চলছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারের চিকিৎসকরা জানায়, আহত পাঁচ পুলিশ সদস্যের মধ্যে আনন্দ, সিদ্ধার্থ ও তৌহিদের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে কনস্টেবল আসাদকে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। বাকিদের অস্ত্রপচার চলছে।

রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার তানভির হায়দার চৌধুরী জানান, এই হামলাটি জামায়াত শিবির কর্মীরা ঘটিয়েছে। ঘটনার পর আশপাশের এলাকা থেকে ৩০ জন বিএনপি ও জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করা হয়েছে। তিনি বলেন, ১৮ দলের বিক্ষোভ কর্মসূচি শেষে ফেরার পথে জামায়াত-শিবির কর্মীরা পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে।

(দ্য রিপোর্ট/ এমজে/ এমডি/লতিফ/ ডিসেম্বর ২৬, ২০১৩)