ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহে বাসচাপায় পলি ঘোষ (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের পবহাটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ঝিনাইদহ-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন।

পলি ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের সুকুমার ঘোষের মেয়ে ও ফজের আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। তিনি পরীক্ষা দিতে ভাড়া মোটরসাইকেলযোগে স্কুলে যাচ্ছিলেন।

এলাকাবাসী জানান, খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী এমকে পরিবহনের একটি যাত্রীবাহী বাস (যশোর-ব-১১-০০৭৬) দ্রুতগতিতে আসার সময় পবহাটি সিটিমোড়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে স্কুলছাত্রী পলি নিহত হন। এসময় পিয়া ও বিনয় সাহা নামে আরও দুজন আহত হন।

ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল উদ্দীন আহমেদ জানান, দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দেয়। তারা ঝিনাইদহ-ঢাকা মহাসড়ক দু’ঘন্টা অবরোধ করে রাখেন । পরে প্রশাসন ও বাসমালিকদের সহায়তায় জনতা অবরোধ তুলে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

(দ্যারিপোর্র্ট২৪/জাফর উদ্দীন রাজু/ঝিনাইদহ/এমএআর/অক্টোবর ০৫, ২০১৩)