হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ডিসি
দ্য রিপোর্ট প্রতিবেদক : হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. জয়নাল আবেদীনকে হবিগঞ্জের এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. মোশাররফ হোসেনকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
এর আগে নির্বাচন কমিশনের নির্দেশনায় হবিগঞ্জের ডিসি মনীন্দ্র কিশোর মজুমদার ও ব্রাহ্মবাড়িয়ার ডিসি নূর মোহাম্মদ মজুমদারকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
(দ্য রিপোর্ট/আরএমএম/এমডি/রাসেল/ডিসেম্বর ২৬, ২০১৩)