দ্য রিপোর্ট প্রতিবেদক : আসন্ন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পাকিস্তানি কোনো স্টল বা প্যাভেলিয়ন বরাদ্দ না দেওয়ার দাবিতে সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে গণজাগরণ মঞ্চ।

গণজাগরণ মঞ্চের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার বেলা পৌনে ৩টায় সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী বরাবর এ স্মারকলিপি দেয়। বাণিজ্যমন্ত্রীর পক্ষে বাণিজ্য সচিব মাহবুব আহমেদ এ স্মারকলিপি গ্রহণ করেন। গণজাগরণ মঞ্চের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

স্মারকলিপি প্রদান শেষে ডা. ইমরান এইচ সরকার সাংবাদিকদের বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে পাকিস্তান আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করেছে। এ পরিপ্রেক্ষিতে ক্ষমা না চাওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার দাবি জানানো হয়েছে সরকারের কাছে।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পাকিস্তানী কোনো স্টল বা প্যাভেলিয়ন বরাদ্দ না দেওয়া প্রসঙ্গে ইমরান বলেন, এর আগে আমরা পাকিস্তানী পণ্য বর্জনের আহবান জানিয়েছি। এ ব্যাপারে ইতোমধ্যে অনেকেই সাড়া দিয়েছেন। এরই ধারাবাহিকতায় বাণিজ্য মেলায় পাকিস্তানী কোনো স্টল বা প্যাভেলিয়ন বরাদ্দ না দেওয়া এবং পাকিস্তানী পণ্য প্রদর্শন ও বিক্রয় না করার দাবি জানানো হয়েছে। এ বিষয়ে রপ্তানী উন্নয়ন ব্যুরো (ইপিবি)-কেও স্মারকলিপি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

গণজাগরণ মঞ্চের দাবির বিষয়ে বাণিজ্য সচিব কী বলেছেন, জানতে চাইলে ইমরান বলেন, বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা করবেন বলে সচিব জানিয়েছেন।

গণজাগরণ মঞ্চের দাবির বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে বাণিজ্য সচিব দ্য রিপোর্টকে বলেন, তাদের দাবি মূলত: দুটি। একটি হলো- বাণিজ্য মেলায় পাকিস্তানি কোনো স্টল বা প্যাভেলিয়ন বরাদ্দ না দেওয়া। অন্যটি হচ্ছে মাফ না চাওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এসআর/এসবি/ডিসেম্বর ২৬, ২০১৩)