দ্য রিপোর্ট ডেস্ক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রতিহত করতে এ বিক্ষোভ শুরু হয়।

ব্যাংককের একটি স্টেডিয়ামে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন চলাকালে প্রায় পাঁচ শ’ বিক্ষোভকারী ওই স্টেডিয়ামে গিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করে। তারা পাথর ছুঁড়ে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করে।

পরে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অবশ্য কেউ মারাত্মক আহত হননি বলে জানা গেছে।

থাইল্যান্ডের চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে দেশটির প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা বুধবার ‘জাতীয় সংস্কার কাউন্সিল’ গঠনের প্রস্তাব দিয়েছেন। দেশটিতে ২ ফেব্রুয়ারির আগাম সাধারণ নির্বাচনের পাশাপাশি এ কাউন্সিল গঠন করা হবে বলে জানান তিনি।

সরকার পতনের অব্যাহত আন্দোলনের মুখে ৯ ডিসেম্বর সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেন ইংলাক সিনাওয়াত্রা।

এদিকে বিক্ষোভকারীরা নির্বাচনের আগে রাজনৈতিক সংস্কারের দাবি জানিয়েছেন।

এসবের পরিপ্রেক্ষিতে গত শনিবার ইংলাক জানান, নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে। এ সময় তিনি ভোটের মাধ্যমে বিক্ষোভকারীদের তাদের মতামত জানানোর আহ্বান জানান। (সূত্র: বিবিসি)

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/ নূরুল/ডিসেম্বর ২৬, ২০১৩)