দ্য রিপোর্ট প্রতিবেদক : মানববন্ধন ও কেক কাটার মধ্য দিয়ে গণচীনের মহান বিপ্লবী নেতা চেয়ারম্যান কমরেড মাও সেতুং এর ১২১তম জন্মবার্ষিকী পালন করেছে ন্যাপ ভাসানী ও চীন বাংলাদেশ ভ্রাতৃ সমিতি।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন ন্যাপ ভাসানী সভাপতি মুস্তাক আহমেদ ভাসানী, কাজী মাসুদ আহমেদ, মোমেন মেহেদি, হারুন অর রশীদ ও রুকুন উদ্দিন পাঠান।

মুস্তাক আহমেদ দেশে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা হলে সমাজতন্ত্র ও গণতন্ত্র এ সব কোন কিছুরই দরকার হবে না।

তিনি বলেন, দলতন্ত্র ও নির্বাচনতন্ত্র নিয়ে ব্যস্ত রয়েছে দেশের বড় দুই দল। দেশে তৃতীয় ধারার রাজনীতি গড়ে তোলা সম্ভব হলে দু’দলের শুভবুদ্ধির উদয় হবে।

(দ্য রিপোর্ট/এম/এসবি/নূরুল/ডিসেম্বর ২৬, ২০১৩